শুধু বাড়ি নয়, বিধাননগরের রাস্তাও ফুলে ভরিয়েছেন তিনি

বিধাননগরের বাসিন্দা। বাড়ির সামনে দিয়ে গেছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রায় পাশেই সিটি সেন্টার। আর এই ব্যস্ত জায়গার মধ্যেই নিজের বাড়িটিকে একটি অন্যতম দর্শনীয় স্থান করে ফেলেছেন তিনি। স্রেফ গাছ আর ফুলে।

তিনি শিল্পপতি, সমাজসেবী, সাহিত্যরসিক সমর নাগ। শেল্টার গ্রুপের কর্ণধার সমরবাবুর শখ ও রুচি চিরকালই উচ্চমার্গের, ভিন্ন স্বাদের। তাঁর প্রতিটি কাজেই স্বতন্ত্র পরিচয়ের ছাপ।

 

সমরবাবুর বিধাননগরের বাড়িটির নাম দোতারা। আগাগোড়া সুসজ্জিত। তিনি শুধু নিজের বাড়িটাই সাজাননি, তাঁর বাড়ির সামনের রাস্তাটিকেও অতি যত্নে সাজিয়ে নয়নাভিরাম চেহারা দিয়েছেন। এখন এই শীতের পদধ্বনির মরশুমে গাছ আর ফুলের বাহারে গোটা জায়গাটি হয়ে উঠেছে দেখার মত। সমরবাবুর শান্তিনিকেতনের বাড়ির বাগান যেমন দেখার মত, এই বিধাননগরেও যেন তার একটা অংশ তুলে এনেছেন তিনি।

আরও পড়ুন – টিভি সিরিয়ালে নারীচরিত্র কুটিল নয়, আসছে আইন