রবীন্দ্রসরোবর কান্ড নিয়ে তরজা তুঙ্গে, সোশ্যাল মিডিয়াতেও ঝড়

নিষেধাজ্ঞা উড়িয়ে তালা ভেঙে রবীন্দ্রসরোবরে ছট পুজোকে কেন্দ্র করে তরজা তুঙ্গে। প্রশ্ন উঠেছে পুলিশ কেন এটা হতে দিল? এইভাবে আইন ভাঙার প্রশ্রয় দেওয়ার ফল মারাত্মক হতে পারে।

তৃণমূল নেতারা তর্ক এড়িয়ে বলছেন, মানুষ রীতি মানতে গেলে সেখানে লাঠিগুলি চালানো সম্ভব নয়। বিজেপিও এই যুক্তির পক্ষে। কংগ্রেস ও বামেরা হিন্দিভাষী ভোটব্যাঙ্কের কথা ভেবে ধরি মাছ না ছুঁই পানি নীতিতে রয়েছে।

আরও পড়ুন – সূর্যোদয়ের আগে পর্যন্ত রবীন্দ্র সরোবরে অবাধে ছট পুজো! বাজলো বাজনা, ফাটলো বাজি

আমজনতা কিন্তু ক্ষুব্ধ। পরিবেশপ্রেমীরাও। আইন ভাঙা হচ্ছে আর পুলিশ নেই, এটা মানতে নারাজ বড় অংশ। এনিয়ে জল গড়াতে পারে বহুদূর। আদালতেও উঠতে পারে।

পুলিশ এখন সক্রিয়তা দেখাতে নেমেছে। তাদের সূত্রে খবর, আটকানোর নির্দেশ ছিল না। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। রবীন্দ্র সরোবরকে দূষণমুক্ত রাখার কাজ ধাক্কা খাওয়ায় সেখানকার প্রাতঃভ্রমণকারীরাও ক্ষুব্ধ।

আরও পড়ুন – টোটো কেলেঙ্কারিতে দেবশ্রী? রায়দিঘীতে তুলকালাম