Sunday, November 9, 2025

মহাসমারোহে সায়েন্সসিটিতে হয়ে গেল পঞ্চম বিজ্ঞান মেলার উদ্বোধন। শুধু মেলা নয়, এর পাশাপাশি বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে আজ, সোমবার থেকে আগামী ৮ নভেম্বর অর্থাৎ শুক্রবার পর্যন্ত চলবে বিজ্ঞান উৎসবও। তারই একটি অংশ হল বিজ্ঞান মেলা, যার উদ্বোধন হয়ে গেল সায়েন্সসিটিতে।

এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ বিজ্ঞানীরা। এমনকি বিভিন্ন কলেজ ও স্কুল থেকে এই প্রদর্শনী দেখতে অসংখ্য ছাত্র-ছাত্রী ভিড় জমান। প্রথম দিনে এত সাড়া পাওয়ায় উৎসাহিত সকলেই।

সায়েন্সসিটির মিনি থিয়েটারে প্রথমে বিজ্ঞানীদের বক্তৃতার আয়োজন করা হয়। তারপর এক্সিবিশন হলের ফিতে কেটে উদ্বোধন করা হয় বিজ্ঞান মেলার। এই প্রথম কলকাতায় এর আয়োজন করা হয়েছে। স্বভাবতই খুশি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন – সেরা হওয়ার চেষ্টায় পঞ্চম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব

এমনই দুই ছাত্রী শ্রেয়সী ও চন্দ্রমা, যারা বিদ্যাসাগর কলেজের পদার্থবিদ্যার তৃতীয় বর্ষের ছাত্রী, তারা বলেন, ‘ভীষণই ভাল লাগছে এমন একটা বিজ্ঞান মেলায় আসতে পেরে। পড়াশোনার জন্য এটা খুবই উপকারী। ওনেক নতুন কিছু শিখতে পারব এই মেলা থেকে। দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে।’

বিভিন্ন ধরনের বিজ্ঞান ও প্রযুক্তির যন্ত্রপাতি ও তার ব্যবহার বোঝানো হবে এই মেলায়। যা পড়ুয়াদের আগামিদিনে চলার পথ প্রশস্ত করবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে উদ্বোধনের প্রথম দিনেই বিজ্ঞান মেলা জমজমাট, তা বলাই যায়।

আরও পড়ুন – ইন্দ্রদেবকে তুষ্ট করতে যজ্ঞের নিদান বিজেপি মন্ত্রীর

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version