উপ-নির্বাচনে একুশের ট্রেলার, কালিয়াগঞ্জে দিলীপ

মঙ্গলবার সকালেই চায়ে পে চর্চার মাঝেই কালিয়াগঞ্জের প্রার্থী কমল সরকারের হয়ে প্রচার সেরে নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানুষের প্রশ্নের জবাব তো দিলেনই। পাল্টা বললেন, সময় বদলাচ্ছে। এই উপ-নির্বাচনই প্রমাণ করে দেবে আগামী দিনের ভবিষ্যৎ বিজেপি। মানুষ, বিজেপির উপরেই ভরসা রাখছে। ২০২১-র ভোটে প্রমাণিত হবে মানুষের আশীর্বাদ। এই ভোটে তার ট্রেলার দেখা যাবে।