চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে মৃত ২

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর দেখার জন্য ওই অঞ্চলগুলির সব ট্রেনেই এখন ব্যাপক ভিড়। তার জেরে শেওড়াফুলিতে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুই যাত্রীর। সোমবার রাতে আপ বর্ধমান লোকালে তিল ধারনের জায়গা ছিল না। ট্রেনটি স্টেশনে ঢোকার আগে দুই যাত্রী চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দু’জনের সঙ্গেই ব্যাগ ছিল। সেই ব্যাগ পোস্টের গায়ে ধাক্কা মারে। তার জেরে ভারসাম্য রাখতে না পেরে পড়ে যান তাঁরা। তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।