বিসিসিআই সকালেই বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু সকাল ন’টা অবধি বিরাট কিংবা অনুষ্কার কোনও ছবি বা টুইট পোস্ট দেখা যায়নি। কিন্তু প্রায় ন’টা কুড়ি নাগাদ দু পাতার চিঠি নিজের জন্মদিন উপলক্ষে পোস্ট করেছেন ক্যাপ্টেন কোহলি। যাতে 15 বছরের চিকুকে জীবনের পাঁচ শিখিয়েছেন 31 বছরের বিরাট।

আর ক্যাপশনে লিখেছেন, ’15 বছর বয়সী আমাকে আমার যাত্রা এবং জীবনের পাঠ বুঝিয়েছে। সেই যাত্রাপথকেই এই লেখার মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি। পড়ে দেখবেন কেমন হয়েছে?’

My journey and life's lessons explained to a 15-year old me. Well, I tried my best writing this down. Do give it a read. 😊 #NoteToSelf pic.twitter.com/qwoEiknBvA
— Virat Kohli (@imVkohli) November 5, 2019
নিজের জন্মদিনের দিন নিজেকে লেখা কেন এমন চিঠি পোস্ট করলেন বিরাট, তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়েছে। মুহুর্তের মধ্যে এই চিঠি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
