Monday, November 17, 2025

হাতে হাত মিলিয়ে ২৮৩ কিলোমিটার লং মার্চে বাম-কংগ্রেস জোট

Date:

আবার লং মার্চে বামেরা। তবে এবার একা নয়, জোটসঙ্গী কংগ্রেস। একদিকে ২৮৩ কিলোমিটারের দীর্ঘ যাত্রাপথ, আর আর একদিকে ১১২ কিলোমিটারের পথ। বাম-কংগ্রেস হাতে হাত মিলিয়ে এই লং-মার্চে অংশ নিচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে। ইস্যু, রাষ্ট্রায়ত্ত সংস্থা বাঁচানোর দাবি এবং কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি।

দক্ষিণবঙ্গে লং মার্চ শুরু হবে চিত্তরঞ্জন লোকোমোটিভ গেট থেকে। ৩০ নভেম্বর শুরু হয়ে মিছিল কলকাতায় পৌঁছাবে ১১ ডিসেম্বর। অর্থাৎ টানা ১২দিনে ২৮৩ কিলোমিটার পথ পরিক্রমা। ৩০ নভেম্বর উত্তরবঙ্গের কোচবিহার থেকে মিছিল শুরু হয়ে ১০ তারিখে মিছিল শেষ হবে শিলিগুড়িতে। শিলিগুড়িতে হবে সভা আর কলকাতায় হবে রাজভবন অভিযান।

এই লং মার্চে বামফ্রন্টের সব শরিক দল তো থাকবেই, থাকবে শ্রমিক সংগঠনগুলিও। থাকছে কংগ্রেস, কংগ্রেসের শ্রমিক সংগঠন এবং শাখা সংগঠনগুলিও। মানুষকে বার্তা দিতে মিছিলে থাকবেন দুদলের নেতারা। পুরভোট এবং বিধানসভা ভোটকে পাখির চোখ করে বাম কংগ্রেসের জোট একদিকে যেমন জ্বলন্ত ইস্যুগুলিকে মানুষের সামনে নিয়ে আসতে চাইছে, ঠিক তেমনি এবারের এই জোট যে পরিকল্পিত এবং লম্বা রেসের তার বার্তাও দেওয়া হবে। কর্মসূচি নিয়ে বামফ্রন্ট এবং কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বৈঠক সেরে ফেলেছেন। মহারাষ্ট্রের কৃষকদের লং মার্চের আদলে এবার বাংলার বুকে লং মার্চ। দেখার বিষয় কতখানি জনসমর্থন আদায় করতে পারে এই জোট।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version