ফের শহরবাসীর চোখে জল আনছে পেঁয়াজ, ১০০ টাকা ছাড়িয়েছে দিল্লিতে

শহরে ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কিছুতেই কমছে না পেঁয়াজের দাম। দিল্লিতে খুচরো বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে দেশে পেঁয়াজ আমদানির কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান। এবছর বর্ষা দেরিতে আসায় পেঁয়াজ চাষে দেরি হয়েছে। যার জেরে উত্‍পাদনের পরিমাণ গত বছরের তুলনায় ৩০-৪০ শতাংশ কম। পাশাপাশি, বন্যার কারণে বেশ কয়েকটি রাজ্যে ফসলের ক্ষতি হওয়ায় বাজারে চাহিদার তুলনায় জোগান কম হওয়াতেও পেঁয়াজের দাম বেড়েছে।

আরও পড়ুন-মহারাষ্ট্রে রাজ্যপাল-বিজেপি সাক্ষাৎ

 

Previous articleমহারাষ্ট্রে রাজ্যপাল-বিজেপি সাক্ষাৎ
Next articleধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল! কী বলছে আলিপুর হাওয়া অফিস?