মুখ্যমন্ত্রী হবেন ফড়নবিশই, বললেন গডকড়ি

মহারাষ্ট্রের সঙ্কট মেটাতে বিজেপির নীতীন গডকড়ির দৌত্য চেয়ে আরএসএস প্রধান মোহন ভাগবতের শরণাপন্ন হয়েছিল শিবসেনা। সঙ্কটের 14 দিনের মাথায় সরকার গড়ার দাবি নিয়ে বিজেপি নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সেই গডকড়িই সাফ জানালেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশই। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, যে দল বেশি আসন জেতে স্বাভাবিকভাবেই সেই দল থেকেই মুখ্যমন্ত্রী হয়। মহারাষ্ট্রে বিজেপি সর্বাধিক আসন জিতেছে। ফলে মুখ্যমন্ত্রী বিজেপি থেকেই হবে। এনিয়ে সংশয়ের অবকাশ নেই। এদিকে আজই আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গেও মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রাক্তন বিজেপি সভাপতি নীতীন গডকড়ি।

আরও পড়ুন-ভাঙনের আশঙ্কায় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে শিবসেনা?

 

 

Previous articleভাঙনের আশঙ্কায় বিধায়কদের অন্যত্র সরাচ্ছে শিবসেনা?
Next articleবিজেপির ভয়ে হোটেলে সরানো হল শিবসেনা বিধায়কদের