“টিএমসিপিকে হারাও, এবিভিপি তাড়াও”, ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিল এসএফআই

রাজ্যজুড়ে ফের কলেজ, বিশ্ববিশ্ববিদ্যালয় গুলিতে ছাত্রভোটের দামামা বেজেছে। সেকথা মাথায় রেখেই এসএফআই-সহ চারটি বাম ছাত্র সংগঠন ৮ জানুয়ারি ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে। ইস্যু হিসেবে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে লাগাতার ফি বৃদ্ধিকে তুলে ধরা হলেও ভোটের কথা মাথায় রেখেই এই রাজনৈতিক কর্মসূচি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কলেজে অ্যাকাডেমিক ফেস্ট কমিটি করে তার মাধ্যমে উৎসব না করে সেই অর্থ শিক্ষার উন্নয়নে ঢালার দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, সর্বভারতীয় জয়েন্টের প্রশ্নপত্রে বাংলাকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে এসএফআইয়ের কেন্দ্রীয় কার্যকরী কমিটি।

আগামী ২৩ ডিসেম্বর কলকাতায় এক বিশাল সমাবেশেরও ডাক দিয়েছে এসএফআই। ছাত্রভোটে তাদের স্লোগান হবে, “টিএমসিপিকে হারাও, এবিভিপি তাড়াও”।

Previous articleমোদিকে কেন কটাক্ষ করলেন রাহুল!
Next articleদূষণ বড় বালাই, শিব-দুর্গা-কালীর মুখেও মাস্ক