Monday, May 12, 2025

তারকাখচিত মঞ্চে অনুপস্থিত প্রসেনজিৎ, চিরঞ্জিৎ

Date:

Share post:

পঁচিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারকাখচিত মঞ্চ। অসুস্থতার কারণে শাহেনশা আসতে না পারলেও, উপস্থিত বলিউডের বাদশা। পাশাপাশি, সোহম, শুভশ্রী, নুসরত, মিমি এমনকী বাদ যাননি রুক্মিণী, শৌরসেনীরাও। ছিলেন গৌতম ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায়। রাজ চক্রবর্তী তো থাকবেনই কারণ এবার তিনি দায়িত্বে। কিন্তু অনুপস্থিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উৎসব কমিটির চেয়ারপার্সেনের পদ থেকে তাঁকে সরিয়ে রাজ চক্রবর্তীকে দায়িত্ব দেওয়ার সময় অবশ্য প্রসেনজিৎ জানিয়ে ছিলেন, তিনি উৎসবের সময় থাকতে পারবেন না। শুটিংয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু সূত্রের খবর, কলকাতাতেই আছেন বুম্বাদা। তাহলে এলেন না কেন? নজরে পড়েনি তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে। মঞ্চে সাংসদ দীপক অধিকারী থাকলেও বিধায়ক দীপক চক্রবর্তীকে দেখা যায়নি। প্রসেনজিৎ না থাকার পাশাপাশি নজরে পড়ল ঋতুপর্ণা সেনগুপ্তর অনুপস্থিতিও। তিনি অবশ্য কয়েকদিন আগে স্বামী সঞ্জয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিদেশে জন্মদিন কাটানোর কথা জানিয়েছেন। কিন্তু কলকাতা চলচ্চিত্র উৎসবে তিনি আসতে পারতেন না? চোখে পড়েনি প্রসেনজিতের আরেক নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায়কেও। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানিয়েছেন, অসুস্থ থাকায় সৌমিত্র চট্টোপাধ্যায় আসতে পারেননি। কিন্তু অভিনেতা-পরিচালক অপর্ণা সেন? তিনি এলেন না কেন?

কিছুদিন ধরেই টলিউডের বিভাজনের রাজনীতির প্রসঙ্গ উঠছে। শাসকদলের পাশাপাশি সমান্তরাল সংগঠন তৈরি করছে বিজেপি শিবির। কিছুদিন আগেই বিজয়া সম্মিলনীতে যাওয়া নিয়ে বিস্তর জলঘোলা হয়। সরকারের আয়োজনে অনুষ্ঠিত বিজয় সম্মিলনীতে উপস্থিত না থাকলেও, রাজ্যপালের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ, রচনা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, তাঁরা জানান, শিল্পী হিসেবে আমন্ত্রণ পেয়েই গিয়েছিলেন। সেখানে অত্যন্ত সম্মানের সঙ্গে আপ্যায়ন করা হয়েছে তাঁদের।
Kiff- এ ছিলেন না দেবশ্রী রায়ও। তাঁর বিজেপিতে যাওয়া না যাওয়া, অমিত শাহকে চিঠি-এই নিয়ে জল্পনা চলছেই। তবে, যে চলচ্চিত্র উৎসব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব, সেখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, অপর্ণা সেনের অনুপস্থিতি চোখে পড়ে বৈকি।

spot_img

Related articles

তিরঙ্গা হাতে ভোটের খোঁজে: অপারেশন প্রচার শুরু বিজেপির 

ভোটের ময়দানে নতুন কৌশল নিয়ে নামছে বিজেপি। আগামী ১৩ মে থেকে শুরু হচ্ছে অভিনব প্রচার অভিযান — ‘তিরঙ্গা...

জঙ্গি ও মদতদাতাদের বিরুদ্ধে ‘অপারেশন সিন্দুর’ জারি থাকবে: কড়া বার্তা মোদির

৮ও ৯ মে ভারতে হামলা চালানোর অপচেষ্টা হয়েছিল। তার মোক্ষম জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সেই কারণেই দশ তারিখ...

কর্মমুখী শিক্ষায় জোর! রাজ্যে আরও ১৮টি নতুন আইটিআই গড়ে তুলছে সরকার

কর্মসংস্থানমুখী শিক্ষায় আগ্রহ বৃদ্ধির প্রেক্ষিতে  বড়সড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের ১১টি জেলায় আরও ১৮টি নতুন ইন্ডাস্ট্রিয়াল...

উত্তেজনার আবহে কালোবাজারি রুখতে পদক্ষেপ!  কলকাতা ও জেলার বাজারে হানা টাস্কফোর্সের 

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার আবহে রাজ্যে কালোবাজারি ও কৃত্রিম মূল্যবৃদ্ধি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত টাস্কফোর্স সক্রিয় হয়েছে। সোমবার কলকাতা...