আজ বিকেল চারটেতে ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে রাজ্যের এই মেগা ইভেন্ট হতারকার মেলা আজ নেতাজি ইন্ডোরে। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাখী গুলজার, কুমার সাহানি। মহেশ ভাট, টলিউডের তারকারাসহ আরও অনেকে। থিম জার্মানি। ৭৬টি দেশের ২১৪টি সিনেমা দেখানো হবে। থাকছে তথ্যচিত্র আর স্বল্পদৈর্ঘ্যের ছবি। ৮-১৫ নভেম্বর পর্যন্ত চলবে উৎসব। নন্দন-শিশির মঞ্চ সহ ১৭টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ছবি। ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য তৈরি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। উৎসবের কথা মাথায় রেখে রবীন্দ্রসদন চত্বরে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। থাকছে অতিরিক্ত পুলিশকর্মী।
