Monday, January 26, 2026

অযোধ্যা রায় দেওয়ার আগে উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন গগৈ

Date:

Share post:

আগামী 17 নভেম্বর অবসর নিচ্ছেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে সুপ্রিম কোর্টে আধ ডজন গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করবেন তিনি। এর মধ্যে হাই প্রোফাইল অযোধ্যা জমি মামলার রায় এই মুহূর্তে রাজনৈতিক ও সামাজিক প্রভাবের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রায়ের পর কয়েক দশক ধরে চলা বিবাদ-বিতর্কের মীমাংসা হবে কিনা সে তো সময়ই বলবে। কিন্তু অযোধ্যা রায়কে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা সংঘাতের বাতাবরণ তৈরি না হয় সেজন্য সব স্তরে সতর্কতা জারি হয়েছে। সুপ্রিম কোর্টে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে স্পর্শকাতর এই মামলার রায় ঘোষণার আগে তাই উত্তরপ্রদেশের সার্বিক নিরাপত্তার বন্দোবস্ত সম্পর্কে জানতে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিজিকে ডেকে পাঠিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তাঁদের কাছ থেকেই তিনি সরাসরি প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে অবহিত হবেন।

এদিকে অযোধ্যা রায় ঘোষণার আগে আরএসএস এবং জমিয়তে উলেমা হিন্দ সহ নানা ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আবেদন জানানো হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে চার দফা নিরাপত্তা ব্যবস্থার বলয় তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষায় 12 হাজার পুলিস নামানো হয়েছে। মোতায়েন করা হচ্ছে আধা সেনাও। আগামী ডিসেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের সর্বত্র 4 জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অযোধ্যা রায়ের অপব্যাখ্যার চেষ্টা অথবা বিদ্বেষ ও কটূক্তি ছড়ানো হলে জাতীয় নিরাপত্তা আইনে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে।

আরও পড়ুন-বুলবুলের দাপটে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

spot_img

Related articles

মন্দিরে প্রবেশাধিকারে বিতর্কিত ‘ফতোয়া’, কেদার-বদ্রী কমিটির সিদ্ধান্তে তুঙ্গে তরজা

প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী কেদারনাথ, বদ্রীনাথে যাত্রা করেন। তবে এবার সেই কেদার-বদ্রী অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে দিচ্ছে।...

ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’-এ স্বাস্থ্য পরীক্ষা অভিষেক-পত্নী রুজিরার, ঘুরে দেখলেন দোতলা শিবির

শুধু মুখে বলা নয়, ডায়মন্ড হারবারকে (Diamond Harbour) সত্যিই আপন বলে মনে করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

কোনও অবদান নেই! নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুভেন্দুর কটূক্তি, পাল্টা জবাব তৃণমূলের

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amatya Sen) এসআইআর-এর নোটিশ দেওয়া নিয়ে রাজনৈতিক চাপান-উতোরও অব্যাহত। সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা...

T20 WC: মাঠের বাইরে নয়া নাটক, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?

ভারতের মাটিতে কোন আইসিসি ইভেন্ট থাকলেই তা নিয়ে নিত্যনতুন সমস্যা সৃষ্টি করে পাকিস্তান(Pakistan )। বিগত কয়েক বছর ধরেই...