অনুপস্থিত অসুস্থ বচ্চন, উৎসব মঞ্চে সেরা চমক সৌরভ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হতাশার জায়গা যদি হয় অমিতাভ বচ্চন, জয়া বচ্চন বা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি, তবে অবশ্যই বড় চমক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি। শুধু উপস্থিতি বললে ভুল হবে, সৌরভের উদ্বোধনী ভাষণও আর এক বড় চমক।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার আগে অমিত শাহর সঙ্গে বৈঠকের পরেই গুঞ্জন ছিল, সৌরভ বিজেপিতে ঝুঁকে পড়েছেন। পরের ভোটে কি নাম লেখাচ্ছেন? সৌরভ অবশ্য সে কথা অস্বীকার করেছেন। শাসক দলের কাছে সেটা ছিল হেরে যাওয়ার নামান্তর। পাল্টা ২৫তম চলচ্চিত্র উৎসবে সৌরভকে সগৌরব আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন সব জল্পনার তিনি অবসান ঘটাতে পারেন। ফের আর একবার তা প্রমাণ করবেন ২২শের দুপুরে ক্রিকেটের নন্দকাননে সৌরভ-হাসিনার পাশে থেকে। মুখ্যমন্ত্রী তো একবার বলেই ফেললেন, আমার একপাশে সৌরভ, আর এক পাশে শাহরুখ! দারুন ব্যাপার।

সৌরভ বলতে ওঠার সঙ্গে সঙ্গেই ইন্ডোর জুড়ে হাততালির ঝড়। কখনও শাহরুখকে, কখনও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। সত্যজিৎ, মৃণাল-ঋত্বিকের শহরের প্রতিনিধি। বাংলা চলচ্চিত্রের শতবর্ষের কথা মনে করিয়ে দিয়ে সৌরভ বলেন, এটা আসলে অতীতের ‘লেগাসি’ আমরা বয়ে নিয়ে যাচ্ছি। বাংলা সিনেমা আমাদের গর্ব। আর এই চলচ্চিত্র উৎসব দেশের সেরা উৎসবের একটি। সৌরভও স্কোয়্যার ক্যাটে তাঁর বল ঠিক জায়গাতেই রেখেছেন। বাউন্ডারি অবধারিত ছিল।

Previous articleকোচবিহারে কেন লোকসঙ্গীতে বরণ কুণাল ঘোষকে?
Next articleচলচ্চিত্র উৎসবে দর্শকাসনে ফ্রেমবন্দি শোভন-বৈশাখী