বরাবরের মতো তিনি খোলামেলা। চলচ্চিত্র উৎসবের মঞ্চে এসেও কুণ্ঠা না রেখে খোলাখুলি মহেশ ভাট। ভাষার উপর খবরদারি নিয়ে শান্ত গলায় বললেন সামনের মানুষকে, লক্ষ্য নিশ্চিত অন্য কোথাও।

বাংলার মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রশংসা করে মনে করিয়ে দিলেন এই বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। ভাষা, সংস্কৃতি ও বহুত্ববাদের এলাকা রামকৃষ্ণ- বিবেকানন্দের মাটি। বহুত্ববাদ বজায় থাকুক। নিজের ভাষা অন্যের উপর চাপিয়ে দেবেন না। পাশাপাশি এটাও বলতে ভুললেন না, এমন এক আধুনিক যুগে আমরা যাচ্ছি যে সময় হচ্ছে প্রযুক্তির যুগ। যোগাযোগ শক্তিশালী হচ্ছে। কিন্তু পরিচালক হিসেবে আমাদের দায়িত্ব প্রজন্ম থেকে প্রজন্মান্তরকে একসূত্রে বাঁধা। কারন আমরা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।
