মগডালে রোগী! নামাতে নাজেহাল পুলিশ, দমকল

হাওড়া ব্রিজে প্রায়ই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি উঠে পড়ার খবর পাওয়া যায়। এবার কলকাতার সরকারি হাসপাতালের গাছের মগডালে উঠলেন মানসিক ভারসাম্যহীন রোগী। এর আগে জেলা হাসপাতালের কার্নিসে উঠে গিয়েছিলেন এক রোগী। এবার একজন উঠলেন সটান গাছের মগডালে। শুক্রবার দুপুরে এই ঘটনার সাক্ষী থাকল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল।

আচমকাই দেখা যায় এক রোগিণী মগডালে উঠে পড়েছেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। নীচে জাল পাতা হয় । ল্যাডার নিয়ে পুলিশ, দমকলকর্মীরা গাছে উঠতে থাকলে আরও উপরে উঠতে থাকেন রোগী। বারবার তাঁকে নামতে বললেও, তিনি উপরে উঠতে থাকেন। এমনকী, ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকিও দেন। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায়। যে কোনও মুহূর্তে ওই রোগী পড়ে যেতে পারেন বলে আতঙ্ক ছড়ায়।
প্রায় মিনিট চল্লিশের চেষ্টায় ওই মহিলাকে গাছ থেকে নামান দমকলকর্মীরা। মানসিক ভারসাম্যহীন ওই রোগিণীকে তাঁর নির্দিষ্ট বেডে ফিরিয়ে নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-সস্ত্রীক বিডিও-কে বেঁধে রেখে ডাকাতি

 

Previous articleআহতদের পাশে দাঁড়াতে প্রস্তুত বাঙ্গুরের স্বাস্থ্যকর্মীরা
Next articleমহাসমারোহে হতে চলেছে 25তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন