সস্ত্রীক বিডিও-কে বেঁধে রেখে ডাকাতি

হাবড়ায় বিডিও আবাসনে দুঃসাহসিক ডাকাতি। বৃহস্পতিবার, রাত আড়াইটে নাগাদ বিডিও আবাসনের পিছনের দিকের পাঁচিল টপকে ভিতরে ঢোকে ৪-৫ জন সশস্ত্র দুষ্কৃতী। বিডিও শুভ্র নন্দী ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে অস্ত্র নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে লুঠ করে ডাকাত দল। ১৩ হাজার টাকা সহ সোনার গয়না ও ছটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকের বাড়িতে এই ধরনের ডাকাতিতে অঞ্চলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুভ্র নন্দী বারবার তাঁর সরকারি মোবাইল ফেরৎ চাইলেও, দুষ্কৃতীরা সব ফোন নিয়ে চলে যায়। বিডিও কোয়ার্টারের পিছন দিকে সিসি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের দেখা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মুখ ঢাকা থাকায় তাদের চিহ্নিত করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত ও হাবড়া থানার আইসি গৌতম মিত্র ঘটনাস্থলে যান। তদন্তে শুরু হয়েছে। এই ঘটনায় হাবড়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন-অযোধ্যা রায় দেওয়ার আগে উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন গগৈ

 

Previous articleনবনীতার প্রাণশক্তির কথা স্মরণ বন্ধু, অনুজদের
Next articleঅঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা বিশিষ্টজনদের