এক নজরে দেখে নিন অযোধ্যা রায়ের নির্যাস

** অযোধ্যার বিতর্কিত জমির সত্ত্বাধিকারী রামলালা বিরাজমান। ভগবান শ্রী রামের নামেই জমির আইনি অধিকারের স্বীকৃতি সর্বসম্মতভাবে ঘোষণা করল সুপ্রিম কোর্ট।

** অযোধ্যার বিতর্কিত জমিতে সুন্নি ওয়াকফ বোর্ডের কোনও আইনি অধিকার নেই। সুন্নি ওয়াকফ বোর্ড জমির অধিকার প্রমাণে ব্যর্থ।

** বিতর্কিত জমিতে তৈরি হবে হিন্দুদের রাম মন্দির। এজন্য তিন মাসের মধ্যে কেন্দ্রকে অযোধ্যা ট্রাস্ট গঠন করতে হবে। ওই ট্রাস্টের তত্ত্বাবধানেই রাম মন্দির তৈরি হবে।

** সুন্নি ওয়াকফ বোর্ডের জন্য কেন্দ্রকে পাঁচ একর বিকল্প জমির ব্যবস্থা করতে হবে।

Previous articleসুপ্রিম কোর্টে জয় শ্রীরাম ধ্বনিতে উত্তেজনা
Next articleরায়ের রিভিউ চাইবে বাবরি কমিটি