বিধায়ক ঘুমোচ্ছেন কলকাতায়! বৃষ্টি মাথায় রায়দিঘিতে কান্তি

ভোটে মানুষ মুখ ফেরান, জেতান টলি তারকাদের। আর আয়লা থেকে বুলবুল, ঝড়-জল মাথায় করে কান্তি গঙ্গোপাধ্যায় হাজির মানুষের পাশে। স্থানীয় মানুষ আর দলীয় কর্মীদের নিয়ে শনিবার বিকেলেই রায়দিঘিতে পৌঁছে যান সিপিএমের প্রাক্তন এই মন্ত্রী। নদী বাঁধ সংলগ্ন গ্রামে কিছু মানুষকে সরিয়ে আনেন। তাদের খাবারের ব্যবস্থা করা হয়। সন্ধের সময় তিনি এলাকায় গিয়ে এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা শুরু করেন। মানুষকে বোঝান, এটা আয়লা নয়, এটা ঘূর্ণিঝড়। কখন কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারবে না। মূলত বৃদ্ধ আর শিশুদের তিনি ত্রাণ শিবিরে যেতে অনুরোধ করেন। রাত বারোটার পর স্কুল বাড়ির ত্রাণ শিবির থেকে তাদের আবার চলে আসার কথাও বলেন।

এই দুর্যোগের মধ্যে কমরেড কান্তি গাঙ্গুলী জনগণের স্বার্থে রায়দীঘি চষে বেড়াচ্ছেন। বামপন্থীরা ক্ষমতায় থাকুক আর না থাকুক, জনগণের পাশে আছে সর্বদা।

Posted by Left Front Daily on Saturday, November 9, 2019

Previous article৭০ জাহাজ যাত্রীকে উদ্ধার করল রাজ্যের দল
Next articleসাগরদ্বীপ-সুন্দরবনের ত্রাণশিবির থেকে লাইভ