৭০ জাহাজ যাত্রীকে উদ্ধার করল রাজ্যের দল

বুলবুলের হামলা থেকে রাজ্য সরকার উদ্ধার করল ৭০ জনকে। বঙ্গোপসাগরে একটি ছোট জাহাজ ঝড়ের মাঝে বিপদে পড়ে। যাত্রী ছিলেন ৭০ জন। ঝড়ের গতিপথ তাদের জানা ছিল না। ফলে মাঝ সমুদ্রে তারা বিপদে পড়ে যায়। রাজ্য সরকারের উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে আশ্রয়ে নিয়ে যায়। কলকাতায় রাত ন’টা নাগাদ বুলবুলের জেরে ঝোড়ো হাওয়া বইতে থাকে। ঘন্টায় গতিবেগ ৫০ কিলোমিটার। রায় বাড়ার সঙ্গে ঝড়ের গতিবেগ কমছে বৃষ্টিও হালকা হচ্ছে।

Previous articleকাল সকালেই কলকাতায় ঝকঝকে আকাশ!
Next articleবিধায়ক ঘুমোচ্ছেন কলকাতায়! বৃষ্টি মাথায় রায়দিঘিতে কান্তি