কাল সকালেই কলকাতায় ঝকঝকে আকাশ!

স্থলভাগে ঢুকে দুর্বল হতে শুরু করেছে বুলবুল। এখন রাত প্রায় এগারোটা। আবহাওয়া দফতর জানাচ্ছে রাত তিনটের মধ্যে কলকাতা ও পার্শ্ববর্তী থেকে নিম্নচাপ সরে যাবে। কাল সকাল থেকে ঝকঝকে রোদ দেখা যাবে।কিন্তু দুই দক্ষিণ ২৪ পরগণায় এই ঝড়ের গতিবেগ কমে যাবে আর একটু পরেই। ভোরের দিকে ঝড়ের গতিবেগ কমে গিয়ে তা বাংলাদেশে ঢুকে যাবে। ফলে আগামিকাল সকালে বৃষ্টি আর ঝড় আক্রান্ত এলাকা জুড়ে থাকবে না বলেই।ধারণা করা হচ্ছে।

Previous articleবড় ঝুঁকি নিয়ে কেন যুবভারতীতে ISL-এর খেলা হলো, জানতে চাইছে প্রশাসন
Next article৭০ জাহাজ যাত্রীকে উদ্ধার করল রাজ্যের দল