স্কুলছাত্রকে অপহরণ, কী হল তারপর?

মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশের হাতে ধরা পড়ল অপহরণকারী। স্কুলছাত্রকে অপহরণের অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ । ধৃত রিয়াজুল উদ্দিন আরামবাগের দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা।

সূত্রের খবর শুক্রবার, আরামবাগের পুড়া হাইস্কুলের ষষ্ঠশ্রেণীর ছাত্রটি টিফিনের সময় বাড়ি থেকে খেয়ে স্কুলে ফিরছিল। অভিযোগ, সেই সময় তাকে অপহরণ করে অভিযুক্ত রিয়াজুল উদ্দিন। ফোন করে ছাত্রের মায়ের কাছে দু লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে অভিযোগ। এরপর ওই ছাত্রের মা বিষয়টি আরামবাগ থানায় জানালে পুলিশ রিয়াজুলের ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে।
জানা যায়, পুরশুঁড়া থানার চিলাডাঙ্গী এলাকায় রয়েছে দুষ্কৃতী। পুরশুঁড়া থানার পুলিশের সহযোগিতায় আরামবাগ থানার পুলিশ রিয়াজুলকে গ্রেফতার করে। উদ্ধার করে ওই ছাত্রকে।