কন্ট্রোল রুমে নেতৃত্বে মমতা, রবিবার শুরু ক্ষতির সমীক্ষা

বুলবুল রুখতে রাতেও কন্ট্রোল রুমে নেতৃত্বে মমতা। তিনি বললেন:

সবাই আছি। কাজ চলছে।
এক লক্ষ চৌষট্টি হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।
আতঙ্কিত হবেন না।
রবিবার দিনের আলো ফুটলে ক্ষতির সমীক্ষা হবে। যেখানে দরকার ক্ষতিপূরণও দেওয়া হবে। বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হলে আর্থিক সাহায্য। কলকাতা পুলিশের টিমও নামবে।
ত্রাণের কাজ চলছে।
ঝড়ের মূল ধাক্কা কেটে গেছে। তবে ‘লেজ’ আরেকবার আঘাত করতে পারে।
ত্রাণশিবির হয়েছে। বহু মানুষ সেখানে আশ্রিত।
পরিস্থিতির উপর প্রশাসন নজর রাখছে।

Previous articleস্থলে ঢুকে একটু দুর্বল ‘বুলবুল’, আর এক ঝটকার আশঙ্কা
Next articleরবিবার সকালে বাংলাদেশে ঢুকবে বুলবুল