রিভিউ পিটিশন করতে পারে সুন্নি ওয়াকফ বোর্ড

সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও তারা সন্তুষ্ট নয়। শনিবার, অযোধ্যার বিতর্কিত জমি মামলায় শীর্ষ আদালতের রায়ের পরে এই প্রতিক্রিয়া সুন্নি ওয়াকফ বোর্ডের।

সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফারিয়াব জিলানি জানান, তাঁরা এই রায়ে সন্তুষ্ট নন। তার মতে রায়ে বলা কিছু তত্ত্বের সঙ্গে তাঁরা একমত নন। এই রায় নিয়ে রিভিউ পিটিশন করা যাবে কি না, তা নিয়ে আলোচনা করা হবে। তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, অযোধ্যার বিতর্কিত জমি রামলালার। বিতর্কিত জমি বাদে অযোধ্যায় ৫ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। সেখানে তৈরি হতে পারে মসজিদ।

Previous articleএই রায়কে জয়-পরাজয় হিসাবে দেখবেন না : প্রধানমন্ত্রী
Next articleআয়লার অভিজ্ঞতা বুলবুল আতঙ্কে ফেলেছে সুন্দরবনবাসীকে