মদের আসরে নোড়া দিয়ে মেরে বন্ধুকে খুন কলকাতায়

প্রতীকী ছবি

মদের টেবিলে দুই বন্ধুর বিবাদ। শেষে তাকে শিলনোড়া দিয়ে মেরে খুন। ঘটনা শনিবার রাতে দক্ষিণ কলকাতায়।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় শরৎ বোস রোডের পোস্ট অফিসের সামনে একটি দোকানের মধ্যে বসে মদ্যপান করছিল দু’জন। সেখানেই দুজনের মধ্যে বিতর্ক বাধে। একজন শিলনোড়া দিয়ে আর একজনের মাথায় আঘাত করলে সেখানেই সে লুটিয়ে পড়ে। পরে পুলিশ এসে দেহ নিয়ে যায়। টালিগঞ্জ থানার পুলিশের কাছে স্থানীয়দের অভিযোগ, মদের দোকান কাছেই। সেখান থেকে মদ কিনে মদের আসর বসানো নিত্তনৈমিত্তিক ব্যাপার। পুলিশ মোটেই এই সামাজিক কাজ বন্ধে উদ্যোগ নেয়নি। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত ওই দোকানেরই এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে টালিগঞ্জ থানার পুলিস।

আরও পড়ুন – স্কুল-কলেজ বন্ধ সাত জেলায়