৩০ হাজারে এক লিটার দুধ বেচতে চায় বেকাররা, দাবি তৃণমূলের

গোরুর দুধে সোনা আছে! রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। এবার তৃণমূলের পক্ষ থেকে অভিনব ব্যাঙ্গাত্মক প্রতিবাদ দেখানো হল। বিজেপি সভাপতিকে গোয়ালা সাজিয়ে ব্যানার ছাপিয়ে  শ্রীরামপুর স্টেশনে টিকিট কাউন্টারের সামনে গোরু নিয়ে এসে দুধ দুইয়ে বিক্রি করা হচ্ছে। গরুর দুধ ৪০ টাকা লিটার। সোনার ভরি ৪০ হাজার টাকা। তাই দুধ কিনতে হবে সোনার দরে, এমনই দাবি তৃণমূলের।

কলেজ ছাত্র থেকে বেকার যুবকরা সোনার দরে দুধ বেচে জীবিকা নির্বাহ করতে চাইছে এখন। সত্যিই যদি দুধে সোনা থাকে, তাহলে বিজেপির লোকজন সেই দুধ কিনে নিক, বলেও প্রচার শুরু করেছে তৃণমূল। বিজেপির অভিযোগ, রাজ্য সভাপতির বক্তব্যের ভুল ব্যাখ্যা করে নাটক শুরু করেছে শাসক দল।

আরও পড়ুন –  বিডিও-র বাংলোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

Previous articleন্যাশনাল ডেইলিতে চাকরির বিজ্ঞাপন : আগরওয়াল বৈশ্য চাই!
Next articleবসিরহাট মহকুমায় বুলবুলের তাণ্ডবে বলি ৫