ন্যাশনাল ডেইলিতে চাকরির বিজ্ঞাপন : আগরওয়াল বৈশ্য চাই!

এ কোন যুগে বাস করছি আমরা! চাকরি পাওয়ার যোগ্যতা হচ্ছে সেই ব্যক্তির ‘জাত’!

রেলের ঠিকাদার সংস্থা। তারা লোক নেবে। ১০০জন পুরুষ কর্মী। দরকার তাদের ক্যান্টিনের জন্যে। একটি ইংরেজি কাগজে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপনে লেখা হয়েছে ক্যান্টিনে চাকরি পেতে গেলে সেই ব্যক্তিকে ‘আগরওয়াল বৈশ্য’ হতে হবে। শুধু তাই নয়, সে যে ভাল পরিবারের সদস্য তার সার্টিফিকেটও দিতে হবে!

আরও পড়ুন – প্রথমে প্রধানমন্ত্রী, পরে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোন মুখ্যমন্ত্রীকে

দিল্লির ব্র্যান্ডন ফুড প্রোডাক্টস-এর এমন চমকে দেওয়া বিজ্ঞাপনে চারিদিক সরগরম। একবিংশ শতাব্দীর ঊনিশ বছর পেরিয়ে আসার পর এ কোন জামানায় আমরা প্রবেশ করতে চলেছি? একটি জাতীয় স্তরের ইংরেজি কাগজে সেই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে সেই সংবাদপত্র জাতিভেদ প্রথায় দুষ্ট এমন বিজ্ঞাপন প্রকাশ করল কী করে!

কোন কোন পদে কর্মী চাওয়া হয়েছে? কিচেন স্টোর ম্যানেজার, ট্রেন ক্যাটারিং ও ফুড প্লাজার জন্য। রেল অবশ্য এই বিজ্ঞাপন দেখার পরেই ওই ঠিকাদারি সংস্থাকে চিঠি পাঠিয়েছে। জানতে চেয়েছে কেন এ ধরনের বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে? ওই সংস্থার এইচআর ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি রেলের। সংস্থার কর্তা নাকি ক্ষমাও চেয়েছেন। কিন্তু প্রশ্ন হল এমন বিজ্ঞাপন সংস্থার অনুমতি ছাড়া কেউ কি দিতে পারেন?

আরও পড়ুন – বিডিও-র বাংলোতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

Previous articleসুইস ব্যাঙ্কে ৩০০ কোটি! খোঁজ নেন না কোন ভারতীয়রা?
Next article৩০ হাজারে এক লিটার দুধ বেচতে চায় বেকাররা, দাবি তৃণমূলের