বুলবুল-প্রভাব কাটতেই বইবে উত্তুরে হাওয়া, কমবে তাপমাত্রাও

ঘূর্ণিঝড় বুলবুল শনিবার বাংলার উপকূল লন্ডভন্ড করলেও রবিবার থেকেই দুর্যোগ কেটে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে যাবে। আকাশ থাকবে পরিষ্কার, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে, বইবে উত্তুরে হাওয়া। আকাশ মেঘমুক্ত হওয়ায় রাতের তাপমাত্রা দু-এক ডিগ্রি কমবে। যদিও উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের দিকে কিছুটা শীতের অনুভূতি হলেও তাপমাত্রা এখনই বেশি কমার সম্ভাবনা নেই।

 

Previous article৯ মাস নয়, পুরো তিন বছর প্রেসিডেন্ট সৌরভ!
Next articleমুখ্যমন্ত্রীর মতোই রাত জেগে মহানগর সামলালেন মহানাগরিক