মুখ্যমন্ত্রীর মতোই রাত জেগে মহানগর সামলালেন মহানাগরিক

একদিকে যখন নবান্নে মুখ্যমন্ত্রী শনিবার রাত জেগে বুলবুল তাণ্ডব মোকাবিলার তদারকি করছেন, তখন সেখান থেকে দু’কিলোমিটার দূরে আর একজন তাঁর অফিসারদের সঙ্গে সারা রাত জাগলেন। একজন সামলালেন রাজ্য, অন্যজন কলকাতা।

কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শনিবার বিকেল থেকেই তিনি পুরসভায়। তারপর অফিসারদের ঘরে বসে চলল তদারকির কাজ। অনেক রাতে ফোন এল মুখ্যমন্ত্রীর। জানতে চাইলেন কলকাতার পরিস্থিতি কী? মেয়র জানালেন যে সব জায়গায় জল জমেছিল, সেখানকার জল নামাতে ৭২টি পাম্পিং স্টেশন চালু করা হয়েছে। যেখানে যেখানে গাছ ভেঙে পড়েছে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দ্রুত পাঠিয়ে গাছ সরানো হয়েছে। বাকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মিনিট ছয়েক কথা বলেন দুজনে। তারপর মুখ্যমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন রাজ্য নিয়ে, মেয়র কলকাতা নিয়ে। ভোরে যখন পুরকর্মীদের সঙ্গে বেরোলেন মহানাগরিক, তখন কলকাতার পরিস্থিতি নিয়ন্ত্রণে, শান্ত হয়েছে বুলবুল তাণ্ডবের জেলাগুলি।

Previous articleবুলবুল-প্রভাব কাটতেই বইবে উত্তুরে হাওয়া, কমবে তাপমাত্রাও
Next articleমহারাষ্ট্রে ট্যুইস্ট : সরকার গড়বে না জানিয়ে দিলেন ফড়নবিশ