এবার কি ইউনিফর্ম সিভিল কোড! বিজেপির অন্দরে যেন সেই প্রস্তুতি

একটার পর একটা সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তে পাস করে নিতে সাফল্য এটাই আপাতত বিজেপি সরকারের ট্রেডমার্ক নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের জন্য দিল্লির মসনদে বসার পর প্রথমে তিন তালাক নিষিদ্ধ করা তারপর ৩৭০ ধারা অপসারণের বিল পাস, এবং দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টে রাম মন্দির তৈরির বাধা সরিয়ে নেওয়া। মাস কয়েকের মধ্যে মন্দির তৈরির কাজো শুরু হয়ে যাবে। আর তারপরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। এরপর কোন পদক্ষেপ করবে মোদি-অমিত জুটি? এবার কী তবে ইউনিফর্ম সিভিল কোড টার্গেট বিজেপির? দু’কদম এগিয়ে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তো বলেই দিয়েছেন, এবার সময় এসেছে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার। এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে বিজেপির অন্দরে পরবর্তী প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

আরএসএস বা সংঘের সঙ্গে বিজেপির বহু দিনের দাবি এই ইউনিফর্ম সিভিল কোড। আর এই আইন লাগু করার অর্থ সব ধর্মের জন্য দেশে একই আইন চালু করা। কোনও একটি বিশেষ সম্প্রদায়ের জন্য আলাদা আইন থাকবে না। এখন আমাদের দেশে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একরকম, মুসলিম ধর্মাবলম্বীদের জন্য আর একরকম আইন। বিজেপি এই আইনেরই পরিবর্তন করতে চাইছে।

আরও পড়ুন-ফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি

 

Previous articleফের কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, খতম ২ জঙ্গি
Next articleআজ আকাশপথে নামখানা, কাকদ্বীপের দুর্গত এলাকায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী