বিপর্যস্ত অবস্থা এখন হিঙ্গলগঞ্জের। তছনছ এলাকা। ভেঙে পড়েছে প্রায় 500 বিদ্যুতের খুঁটি। নেই বিদ্যুৎ। জল পাওয়া যাচ্ছে না। আপাতত জেনারেটরই ভরসা। মোবাইলে চার্জ দিতেও টাকা লাগছে। বিদ্যুৎ না থাকার জন্য বন্ধ হয়েছে পানীয় জলের পরিষেবা। ফলে এলাকার মানুষের দুর্বিষহ অবস্থা।

অন্যদিকে, টানা বৃষ্টির কারণে সবজির দাম ধরা ছোঁয়ার বাইরে থাকবে বলে আশঙ্কা। জমিতে জল ঢুকেছে। ফলে ধান নষ্ট হবে বলে আশঙ্কা করছে কৃষকরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী এলাকা সফরে এসে সাপের উপদ্রবের কথাও মনে করিয়ে দিয়ে গিয়েছেন। তৈরি থাকতে বলেছেন স্বাস্থ্যকর্মীদের।
