Monday, November 17, 2025

শোভনদেবকে নিগ্রহ! বিদ্যুৎমন্ত্রী-মালা রায়ের প্রকাশ্য দ্বন্দ্বে অস্বস্তি তৃণমূলে

Date:

সিনেমা দেখানো নিয়ে তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব। আর তার জেরে প্রকাশ্যে চলে এল শোভনদেব চট্টোপাধ্যায় ও মালা রায়ের মধ্যে বিরোধ। অস্বস্তি বাড়ল তৃণমূল শিবিরে।

অভিযোগ শোভনবাবু আক্রান্ত হয়েছেন মালা রায়ের অনুগামীদের হাতে। আর তার জেরে দু’জায়গা অবরোধে নাকাল হলেন সাধারণ মানুষ।

কী হয়েছিল এদিন সন্ধ্যায়? জানা গিয়েছে সরকারের কর্মসূচি পালন করতে শোভনদেব রাসবিহারীতে তাঁর দলীয় অফিসের সামনে সিনেমা দেখানোর ব্যবস্থা করেন। এরজন্য ৬টা থেকে দু’ঘন্টার জন্য আলো নেভানোর কথা বলা হয়। শোভনদেববাবুর দাবি, তিনি পুলিশ, মালা রায়, প্রশাসনিক কর্তাদের আগাম জানিয়েছিলেন। বারবার অনুরোধ সত্ত্বেও সাড়ে ৬টা অবধি আলো নেভানো হয়নি। শোভনবাবু মালা রায়, ববি হাকিমকেও জানিয়েছেন বলে দাবি করেন। এবার সিনেমা শুরু করতে বিদ্যুৎমন্ত্রীর অনুগামীরা লাইন বন্ধ করে দেয়। অভিযোগ মালা রায়ের অনুগামীরা এসে এবার তা নিভিয়ে দেয়। এই নিয়ে বচসা বাধে। বিদ্যুৎমন্ত্রীর অভিযোগ, মালা রায়ের এক অনুগামী তাঁকে ধাক্কা দেয়। বলে আপনি কে? ক্ষুব্ধ শোভনদেবের অনুগামীরা রাসবিহারী মোড় অবরোধ করেন। পাল্টা টালিগঞ্জে অবরোধ শুরু করেন মালার অনুগামীরা। থমকে যায় এলাকার ট্রাফিক চলাচল। ঘটনাস্থলে মালা রায় আসার পর অবরোধ ওঠে। তিনি টালিগঞ্জ থানায় অভিযোগও জানান।

শোভনদেববাবুর অভিযোগ, আমি তো সরকারি প্রোগ্রাম করছিলাম। এটা তো আমার ব্যক্তিগত কোনও অনুষ্ঠান নয়। তাহলে এই ধরণের ঘটনা কেন ঘটবে? এই বয়সে কেন আমায় নিগৃহীত হতে হবে? পাল্টা মালা রায়ের বক্তব্য, আমি ব্যক্তিগত আক্রমণ করি না। কিন্তু কেউ যদি ব্যক্তিগত রাগ মেটাতে এসব কথা বলেন, তাহলে আমার বলার কিছু নেই। আর আসলে কী ঘটেছে তা সিসিটিভি ক্যামেরায় ধরা আছে। দেখলেই বোঝা যাবে।

সামান্য সিনেমা দেখানো নিয়ে শাসক দলের দুই সিনিয়র মন্ত্রী আর সাংসদের মধ্যে প্রকাশ্য রাস্তায় আকচা-আকচি যে দলকে শুধু অস্বস্তিতেই ফেলেছে তাই নয়, বিরোধীদের হাতেও অস্ত্র তুলে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version