এনসিপি ডেডলাইন মানতে ব্যর্থ হলেই মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন

বিজেপি, শিবসেনা পারেনি। এনসিপি কি পারবে? মঙ্গলবার রাত সাড়ে আটটার মধ্যে এনসিপি যদি রাজ্যপালের কাছে অন্তত 145 জন বিধায়কের সমর্থনের বিস্তারিত হিসাব পেশ করতে না পারে তাহলে রাষ্ট্রপতি শাসনই জারি হচ্ছে মহারাষ্ট্রে। সরকার গড়ার অনিশ্চিত পরিস্থিতির ব্যাখ্যা-সহ রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে ইতিমধ্যেই কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। য়তাঁর মতে, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কোনও দলই স্থায়ী সরকার গড়তে পারবে না। তাই আর কালক্ষেপ না করে রাজ্যবাসীর স্বার্থে রাষ্ট্রপতি শাসন জারি হওয়াই সঠিক পথ।

এদিকে আজ সাড়ে আটটার ডেডলাইন শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশের বিষয়টি সামনে আসায় বিতর্ক বেধেছে। শিবসেনা ও এনসিপি বলেছে, গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা না করে তড়িঘড়ি রাষ্ট্রপতি শাসন চাপানোর উদ্যোগ সঠিক নয়।

আরও পড়ুন-মহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

 

 

Previous articleমহারাষ্ট্র নিয়ে এবার সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা
Next articleঅযোধ্যা রায় মেনে নিয়েও ভাবার মত কিছু প্রশ্ন