সাপ এবার পর্ষদের পাঠ্যক্রমে

তৃণমূল স্তরে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাধ্যমিক স্তরে স্কুলের পাঠ্যক্রমে সাপ সংক্রান্ত বিষয়ে একটি অধ্যায় চালু করার চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। শুধু সাপ নয়, বিভিন্ন প্রজাতির সরীসৃপদের সঙ্গেও পরিচয় করানো হবে পড়ুয়াদের। মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম কমিটির চেয়ারম্যান এই প্রস্তাবের বিষয়টি উত্থাপন করে জানান, অষ্টম শ্রেণির জীবন বিজ্ঞান বইতে এই বিষয়টি রাখার চিন্তাভাবনা হচ্ছে। মূলত বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি সাপের পরিচয় থাকবে এই অধ্যায়ে এবং সে নিয়ে সচেতনতার নির্দেশ থাকবে। এই পাঠ্যক্রমের খসড়া তৈরি করছেন আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Previous articleপাচারের আগে জালে ১০ কোটির সোনা
Next articleচিত্‍কার, এলাকা নোংরা করায় পথের কুকুরকে গুলি চালিয়ে গ্রেফতার মনোরোগ চিকিত্‍সক