কলকাতার বুকে আবার ভয়াবহ ঘটনা। পার্ক স্ট্রিটের পর পঞ্চসায়র। হোম থেকে তরুণীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণে করে ফেলে গেল দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

ঘটনা দক্ষিণ কলকাতার পঞ্চসায়র এলাকায়। ওই তরুণী এলাকার একটি হোমে থাকতেন। অসুস্থ থাকায় তাঁকে হোমে থাকতে হতো। গভীর রাতে হোমের বাইরে বেরলে তরুণীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় দুই দুষ্কৃতি। এরপর গাড়ির মধ্যেই টানা ধর্ষণ করে দুই দুষ্কৃতি। তাদের একজনের নাম ফিরোজ বলে নির্যাতিতা তরুণী জানিয়েছেন। পাশবিক অত্যাচারের পর তরুণীকে সোনারপুরে ফেলে দিয়ে পালায় দুষ্কৃতিরা। রক্তাক্ত ওই তরুণী ওই অবস্থায় ট্রেন ধরে সোনারপুর থেকে বালিগঞ্জে নামেন। বালিগঞ্জে নেমে গড়িয়াহাটে তিনি এক আত্মীয়ের বাড়িতে যান।তরুণীর দিদি-জামাইবাবু পঞ্চসায়র থানায় অভিযোগ জানান। কিন্তু ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন – পরিবেশরক্ষায় বর্জ্যের পাহাড় ভাঙবে পুর দফতর
