পুত্রসন্তানের নাম আয়াংশ রাখলেন অভিষেক

কন্যার পর পুত্র সন্তানের পিতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিংহোমে মঙ্গলবার অভিষেকের স্ত্রী রুজিরা পুত্র সন্তানের জন্ম দেন। নাম আয়াংশ। সুস্থ আছেন নবজাতক এবং মা। সন্তানকে কোলে নিয়ে একটি ছবি সোশ্যাল মিডয়ায় পোস্ট করেন অভিষেক। সেখানে তিনি লিখেছেন, কোনও শব্দে এই অনুভূতি বর্ণনা করা যায় না। আমাদের আকাশ আলোয় ভরে গেল। আমি আর আমার স্ত্রী নতুন অতিথিকে আমাদের পরিবারে অভ্যর্থনা জানাচ্ছি। আমরা কৃতজ্ঞ, ধন্য ও আনন্দিত।

পাঁচ বছরের কন্যা আজানিয়ার নামের সঙ্গে সাযুজ্য রেখেই পুত্রের নাম রাখা হয়েছে। আয়াংশ নামের অর্থ নানাবিধ। ভগবানের উপহার বা গিফট অফ গড। প্রথম আলো বা ফার্স্ট রে অফ লাইট। বাবা-মায়ের অংশ বা পার্ট অফ পেরেন্টস। বাঙালি ছাড়াও মারাঠি, গুজরাতি, হিন্দি, তেলুগু, তামিল, ওড়িয়াসহ বিভিন্ন ভাষার মানুষই এই নাম ব্যবহার করে থাকেন।