কামাল হোসেন কোচিংয়ের বাইরেও এবার ডাক এল কামাল স্যারের। কেরিয়ার কাউন্সেলিং নিয়ে এবার টাকি বয়েজ স্কুলে। উদ্যোক্তা টাকি বয়েজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন কলকাতা। বুধবার স্কুলে ঘন্টাখানেকের বেশি এই কাউন্সেলিংয়ের ক্লাসে ছিল নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। দারুণ খুশি তারা। দাবি, এমন আরও ক্লাসের দরকার। চাই আবার কামাল স্যারকে।
