শীতকালীন অধিবেশনেই অযোধ্যা ট্রাস্ট বিল নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাম মন্দির তৈরির ব্যাপারে ট্রাস্ট গঠন কাজ শুরু করতে চায়। তারই প্রথম পদক্ষেপ হিসেবে শীতকালীন অধিবেশনে বিলটি আনা হবে। শীতকালীন অধিবেশন শুরু হবে ১৮ নভেম্বর, চলবে ১৩ ডিসেম্বর অবধি। এই অধিবেশনে আরও দুটি গুরুত্বপূর্ণ অর্ডিন্যান্সকে আইনে পরিণত করার পদক্ষেপ করবে সরকার। তার মধ্যে অন্যতম হলো কর্পোরেট ট্যাক্স হার নিয়ে আইন সংশোধন এবং অন্যটি হলো ই-সিগারেট তৈরি, মজুত এবং বিক্রির উপর নিষেধাজ্ঞা বিষয়ে আইন।
