কর্নাটকে কংগ্রেস ও জেডিএসের 17 জন বিধায়ক নিজেদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার ফলে সংখ্যালঘু হয়ে পড়ে কুমারস্বামী সরকার। রাজ্যের তৎকালীন স্পিকার তাঁদের বিধায়ক পদ খারিজ করে দিলেও বিজেপি অনায়াসেই সরকার গঠন করেছিল। এবার তারই প্রতিদান পেলেন বিদ্রোহী বিধায়করা। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সামনেই 15 টি আসনে নির্বাচন। তাতে বিদ্রোহী 13 বিধায়কের নামই প্রার্থী হিসাবে ঘোষণা করল বিজেপি। তার আগে তাঁদের সাড়ম্বরে গেরুয়া শিবিরে যোগদান করানো হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেন, ওদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের জন্যই বিজেপি ক্ষমতায়, আমিও মুখ্যমন্ত্রী।
