রাজ্যপালকে পালটা কটাক্ষ চন্দ্রিমার

ফের বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিছুদিন আগেই তিনি সিঙ্গুর গিয়েছিলেন। আর সেই নিয়ে রাজনৈতিক মহল সরগরম। আব্র আজ, বৃহস্পতিবার এই প্রসঙ্গে ফের তিনি বলেন যে, তাঁর সিঙ্গুর ও নন্দীগ্রামে গিয়ে থাকার ইছা। আর এবার তাঁর সেই মন্তব্য নিয়ে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যপালকে একহাত নিয়েছেন।

তিনি বলেছেন, ‘এর আগে অনেক রাজ্যপাল এ রাজ্যে এসেছেন। কোনও রাজ্যপালকে এমন কাজ করতে দেখা যায়নি। তিনি রাজ্যপাল হয়ে একজন রাজনৈতিক নেতার মতো কাজ করছেন বলে মনে হছে। এটা আমি বলছি না। সবাই বলছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজ্যপালকে যে কোনও কাজ করতে হলে নির্বাচিত সরকারের প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করতে হয়। কিন্তু উনি তো একটা সামান্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যেখানে যেখানে ইছামত চলে যাচ্ছেন। এটা কি ওনার এক্তিয়ারভুক্ত? আমার মনে হয় না। একজন রাজনৈতিক নেতার মতো যদি কোনও রাজ্যপাল আচরণ করেন, তা হলে তা খুবই দুঃখজনক।’ এভাবেই রাজ্যপালকে কটাক্ষ করেছেন চন্দ্রিমা।

আরও পড়ুন – কেন্দ্রের আর্থিক বঞ্চনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে অসুবিধায় পড়ছে রাজ্য: মমতা

Previous articleআধারে নয়া নিয়ম, খুশি আমজনতা
Next articleপ্রেসিডেন্সিতে একক গরিষ্ঠতা এসএফআই-এর, সেন্ট্রাল প্যানেলেও এগিয়ে বামেরা