পিকে’র পরামর্শে খড়গপুর ভোটে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে আলাদা ইস্তেহার তৃণমূলের

রাজ্যে তিন বিধানসভা আসনে উপনির্বাচন হলেও তৃণমূলের কাছে মর্যাদার লড়াই খড়গপুর কেন্দ্র। বিজেপির হাত থেকে আসন কেড়ে নিতে মরিয়া তৃণমূল। আর সম্ভবত সে কারনেই ভোট-গুরু প্রশান্ত কিশোরের পরামর্শে এই প্রথম তৃণমূল তিনটি কেন্দ্রের উপনির্বাচনে পুরোদস্তুর আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করেছে।

বৃহস্পতিবার দলের তরফে যে ইস্তেহার প্রকাশ করা হয়েছে তাতে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে খড়গপুরবাসীকে৷
আগামী 25 নভেম্বর রাজ্যের তিনটি কেন্দ্র, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, নদিয়ার করিমপুর এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে উপনির্বাচন হতে চলেছে। তারমধ্যে খড়গপুরের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হল। বাকি দু’টিও প্রকাশের অপেক্ষায়। এ রাজ্যেই শুধু নয়, কোনও রাজ্যেই কোনও রাজনৈতিক দলকে উপনির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে দেখা যায় নি। সম্ভবত এই প্রথম তৃণমূল কংগ্রেস উপনির্বাচনেও ইস্তেহার প্রকাশ করল৷

খড়গপুর সদর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রদীপ সরকার জিতলে কি কি কাজ করবেন তাই বলা হয়েছে ইস্তাহারে। পরিকাঠামো উন্নয়ন থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে নিরাপত্তা ব্যবস্থা-সবেতেই উন্নয়ণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রের খবর, প্রশান্ত কিশোরের পরামর্শেই এই অভিনব উদ্যোগ নিয়েছেন তৃণমূল৷ তিন উপনির্বাচন কেন্দ্র ঘুরে এলাকাভিত্তিক কিছু সমস্যা এবং সেই এলাকার প্রয়োজনীয়তা খুঁজে বার করেছে টিম পিকে। সেই সব সমস্যা মাথায় রেখেই তৈরি হয়েছে ইস্তাহার৷

Previous articleজেএনইউ-তে বিবেকানন্দর মূর্তিকে অবমাননার প্রতিবাদে মোমবাতি প্রজ্জ্বলন
Next articleরাসবিহারীতে সংঘর্ষের জের, শোভনদেব ও মালা রায়কে শো-কজ করলো তৃণমূল