বিশ্বের দীর্ঘতম বিমানযাত্রার শুরু হল

লন্ডন থেকে সিডনি। বিশ্বের দীর্ঘতম বিমানযাত্রা। লন্ডন থেকে আজ উড়ল কোয়ান্টাসের বিমান। ১৭৭৫০ কিলোমিটার দূরত্ব। পাইলট ৪ জন। যাত্রী ৮০। প্রায় কুড়ি ঘন্টা সময় লাগবে পৌঁছতে। এই উড়ানের প্রথমবারের নাম ” প্রজেক্ট সানরাইজ”। এই উড়ানে দুবার সূর্যোদয় দেখা যাবে।

আরও পড়ুন-প্রথম দিনের শেষে বেকায়দায় বাংলাদেশ, ছুটছে কোহলি ব্রিগেড

Previous articleপ্রথম দিনের শেষে বেকায়দায় বাংলাদেশ, ছুটছে কোহলি ব্রিগেড
Next article‘ফেলুদা ফেরত’-এ ‘ফেলু’ চরিত্রে টোটা