Monday, November 17, 2025

দিল্লি ডুবছে দূষণে, সদস্যরা না আসায় স্ট্যান্ডিং কমিটির দূষণ-বৈঠক শিকেয়

Date:

দিল্লির দূষণ নিয়ে যখন কেন্দ্রসহ সারা ভারতবর্ষের মানুষ উদ্বিগ্ন, তখন দূষণ নিয়ে পার্লামেন্টের সংসদীকমিটির বৈঠক বাতিল করতে হলো সদস্যদের অনুপস্থিতির কারণে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই কমিটির সদস্যরা হলেন নেটিজেনদের অতি পরিচিত বেশ কয়েকজন সাংসদ। যাদের মধ্যে উল্ল্যেখযোগ্য নাম হল দিল্লির সংসদ গৌতম গম্ভীর, অভিনেত্রী হেমা মালিনী এবং প্রাক্তন মন্ত্রী এম জে আকবর। এই তিনজনই বৈঠকে আসেননি।

শুক্রবার পার্লামেন্টের নগরোন্নয়ন মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটির বৈঠক ছিল। এই বৈঠকের অন্য বিষয় তো ছিলই। তবে মুখ্য এজেন্ডা ছিল দিল্লি ও তার পার্শবর্তী অঞ্চলে (এনসিআর) দূষণের বিষয়টি। দিল্লির মাথা ব্যথার কারণ দূষণের মাত্রা। আজ, শুক্রবারও কোথাও কোথাও দূষণের মাত্রা বিপদসীমার উর্ধ্বে চলে গিয়েছে। নয়ডা, দ্বারকায় দূষণের মাত্রা ৮০০-৯০০ ছাড়িয়েছে। মানুষের নানা ধরণের শারীরিক সমস্যাও শুরু হয়েছে। ফলে এটিই ছিল মুখ্য বিষয়। বৈঠকের দিল্লির তিনটি পুর-নিগমের উচ্চপদস্থ আধিকারিকদের থাকার কথা ছিল। তাঁরা নিজেরা না এসে পাঠিয়েছিলেন কম পদমর্যাদার অফিসারদের, যাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। কেন্দ্রের পরিবেশ সচিবের উপস্থিত থাকার কথা ছিল। তিনিও অনুপস্থিত। সাংসদদের সিংহভাগই আসেননি। ঘটনায় ক্ষুব্ধ কমিটির চেয়ারম্যান বিজেপির জগদম্বিকা পাল। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লি দূষণে ঢাকা পড়েছে। মানুষের জীবন যাত্রায় লাগাম পড়েছে। আর সংসদে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রমাণ করে দিচ্ছে দিল্লির দূষণ নিয়ে মোটেই তাঁরা এতটুকু চিন্তিত নন!

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version