Tuesday, November 18, 2025

“দরকারে পায়ে হেঁটে যাব”, কপ্টার না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল

Date:

হেলিকপ্টার না পেয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের ফরাক্কাতে সৈয়দ নুরুল হাসান কলেজের অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে শুক্রবার, প্রথমে বীরভূমে যান তিনি। সিউড়ির সার্কিট হাউসে সস্ত্রীক রয়েছেন রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি যখন বলেছেন যাবেন, তাহলে তিনি যাবেনই। সে বাসে বা পায়ে হেঁটে যেভাবেই হোক না কেন। সড়ক পথ বলে তাঁর একটু দেরি হয়েছে। প্রয়োজনে ভোর পাঁচটার জায়গায়, তিনটেয় উঠেও গন্তব্যে পৌঁছবেন বলে মন্তব্য করেন ধনকড়।

বৃহস্পতিবারই, তাঁর হেলিকপ্টার চাওয়ার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, রাজ্যপালের হেলিকপ্টার প্রয়োজন হচ্ছে কেন? তবে, রাজ্যের মঙ্গলের জন্য তাঁকে যেতেই হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনকড়।

মিডিয়ায় প্রকাশিত কোনও মন্তব্যের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি জানান, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে যদি কোনও সমস্যা হয়, সেটা হয় ব্যক্তিগতভাবে বা যোগাযোগের মাধ্যমে। এক্ষেত্রে কোনটাই হয়নি। সেই কারণে তিনি কোনও মন্তব্য করবেন না। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ হচ্ছে না তাঁর।

Related articles

পরিষেবা ও কাজে খামতি কোথায়: পঞ্চায়েতের মূল্যায়নে এবার শুরু বৈঠক

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের শেষ নেই। সাধারণ মানুষের কাছে স্থানীয় প্রশাসনের মাধ্যমেই পৌঁছে দিয়ে থাকে রাজ্যের প্রশাসন। তবে পঞ্চায়েতগুলি...

গোটা নির্বাচন প্রক্রিয়া নিয়েই সুপ্রিম কোর্টে যাওয়া উচিত: বিরোধীদের বার্তা পিকে-র

বিহারে কেউ দাবি করছেন ভোটার তালিকা। কারও অভিযোগ ভোটার সংখ্যা নিয়ে। আবার কোনও বিরোধী রাজনৈতিক দল এসআইআর (SIR)...

সুন্দরবন উন্নয়নে রাজ্যের ১২ দফতরের সমন্বয়: বিশ্বব্যাঙ্কের টাকায় ঢালাও প্রকল্প

একদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য ও তার জীববৈচিত্রকে রক্ষা করা। অন্যদিকে সুন্দরবনের দ্বীপে আশ্রয় পাওয়া জনবসতির সামগ্রিক ও...

কার সঙ্গে বিরোধ? এক নেতার নামে অভিযোগ করে নতুন দল গড়ছেন হুমায়ুন কবীর!

ঘুড়ির সুতো ছাড়ার মতো মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে প্রায় যা খুশি বলার ছাড় দিয়ে রাখা হয়েছে। তাতেই...
Exit mobile version