Tuesday, May 13, 2025

হেলিকপ্টার না পেয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের ফরাক্কাতে সৈয়দ নুরুল হাসান কলেজের অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে শুক্রবার, প্রথমে বীরভূমে যান তিনি। সিউড়ির সার্কিট হাউসে সস্ত্রীক রয়েছেন রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি যখন বলেছেন যাবেন, তাহলে তিনি যাবেনই। সে বাসে বা পায়ে হেঁটে যেভাবেই হোক না কেন। সড়ক পথ বলে তাঁর একটু দেরি হয়েছে। প্রয়োজনে ভোর পাঁচটার জায়গায়, তিনটেয় উঠেও গন্তব্যে পৌঁছবেন বলে মন্তব্য করেন ধনকড়।

বৃহস্পতিবারই, তাঁর হেলিকপ্টার চাওয়ার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, রাজ্যপালের হেলিকপ্টার প্রয়োজন হচ্ছে কেন? তবে, রাজ্যের মঙ্গলের জন্য তাঁকে যেতেই হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনকড়।

মিডিয়ায় প্রকাশিত কোনও মন্তব্যের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি জানান, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে যদি কোনও সমস্যা হয়, সেটা হয় ব্যক্তিগতভাবে বা যোগাযোগের মাধ্যমে। এক্ষেত্রে কোনটাই হয়নি। সেই কারণে তিনি কোনও মন্তব্য করবেন না। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ হচ্ছে না তাঁর।

Related articles

বিরাটের অবসরে আবেগতাড়িত অনুস্কা

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিং কোহলির এই হঠাত্ সিদ্ধান্তে যেমন...

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...
Exit mobile version