এবার কলেজে ভোট না হওয়া নিয়ে রাজ্যপালের তোপ

আবার বিস্ফোরক রাজ্যপাল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসে শুক্রবার বললেন, শিক্ষা নিয়ে রাজনীতি করা উচিত নয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। সরকারের চাইতে আচার্যের বিশ্ববিদ্যালয়ে অনেক কিছু করার আছে। শুধু তাই নয়, রাজ্যপাল আর এক কদম এগিয়ে গিয়ে নিজের সরকারকেই অভিযুক্তের আসনে বসান। বলেন, শিক্ষকরা প্রাপ্য চাইতে গিয়ে রাস্তায় বসছেন, মার খাচ্ছেন। এর মানে কী? রাজ্যের কলেজগুলিতে প্রায় আড়াই বছর ধরে নির্বাচন হচ্ছে না। কেন হবে?

স্বভাবতই প্রশ্ন ওঠে রাজ্যপালের সিঙ্গুর অভিযান নিয়ে। রাজ্যপাল বলেন, আমি তো রাজ্যকে জানিয়েই গিয়েছিলাম। কিন্তু ওখানে যাওয়ার পরেই হইচই শুরু হল। কেন? ওখানে কী এমন আছে যা লুকনোর চেষ্টা হচ্ছে? আমি তো সেটাই জানতে চাই।

Previous articleজন্মবার্ষিকীতে মতুয়াদের বড়মা বীণাপানিদেবীকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
Next articleসিন্ডিকেট দখল ঘিরে নিউটাউনে ধুন্ধুমার