হুগলি মহসিন কলেজের ছাত্র সংসদ পুনর্দখল টিএমসিপি-র

হুগলি মহসিন কলেজের ছাত্র সংসদ পুনর্দখল করল তৃণমূল ছাত্র পরিষদ। 23 মে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে ছাত্র সংসদের দখল নেয় আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি। শুক্রবার, সকালে সেই ছাত্র সংসদ ফের দখল করেন টিএমসিপি-র সদস্যরা। তবে,  গণতন্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সৌজন্যতার খাতিরে  এবিভিপির কোনও পতাকা খোলেনি টিএমসিপি। যদিও এর আগে এবিভিপি যখন এই ছাত্র সংসদ দখল করে তখন তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের পতাকা খুলে ফেলে দেয়। এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট ইমতায়েজ উদ্দিন জানান, “গণতন্ত্রের কথা মাথায় রেখেই আমরা বিরোধীদলের কোনও পতাকা খুলিনি।” এখানেই তো বিরোধীদের সঙ্গে তাঁদের নীতির তফাৎ বলেও জানান টিএমসিপি নেতা।

তবে এবিভিপি নেতা সপ্তর্ষি বন্দ্যপাধ্যায়ের দাবি,  তাঁরা দখলদারিতে বিশ্বাসী নন। তাঁরা কোনদিনই মহসীন কলেজের ছাত্র সংসদদের দখল নেননি। শুধুমাত্র সংগঠনের পতাকা লাগানো হয়েছিল।

Previous articleচলচ্চিত্র উৎসবে দুর্গাপুজোর দলিল
Next articleওড়িশার সরকারি বইয়ে গান্ধীজির মৃত্যু নিয়ে নয়া তথ্য