চলচ্চিত্র উৎসবে দুর্গাপুজোর দলিল

দুর্গাপুজোর 400 বছরের ইতিহাস ধরা পড়ল পর্দায়। সম্রাট চট্টোপাধ্যায় পরিচালিত ‘দুর্গা দলিল’ তথ্যচিত্রটি দেখানো হল পঁচিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবির প্রযোজক গণেশ প্রতাপ সিং। নন্দন-3-তে ছবিটি দেখানো হয়।
এটি প্রথম তথ্যচিত্র, যেখানে সূচনা থেকে বারোয়ারি পুজো হয়ে কীভাবে আজকের সর্বজনীন উৎসবের চেহারা নিয়েছে দুর্গাপুজো তার ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। বাদ যায়নি হালফিলের রেড রোডের দুর্গা কার্নিভালও। 14 মিনিটের এই ডকু ফিল্ম ঘিরে দুর্গাপুজো প্রিয় বাঙালির উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্যচিত্রের সঙ্গে জড়িত কলাকুশলীরা। ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ছবি শেষে তিনি জানান, তথ্যচিত্রের গবেষণা সত্যি প্রশংসনীয়।

Previous article২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যে সব ছবি পুরস্কৃত হলো দেখে নিন এক নজরে 
Next articleহুগলি মহসিন কলেজের ছাত্র সংসদ পুনর্দখল টিএমসিপি-র