দিল্লির রাস্তায় গৌতম গম্ভীরের নামে পোস্টার! কিন্তু কেন?

বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের নামে দিল্লির রাস্তায় পোস্টার। সাংসদের ছবি দিয়ে পোস্টারগুলিতে লেখা হয়েছে সন্ধান চাই। দিল্লির দীন দয়াল উপাধ্যায় রোড জুড়ে পড়েছে সেই পোস্টার। প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর দিল্লির নগরোন্নয়ন দফতরের সংসদীয় কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন না বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। ব্যাস এরপরেই আপ সমালোচনায় সরব হয়। এরমধ্যে ইন্দোরে গম্ভীরকে জিলিপি খেতে দেখা গিয়েছিল। ভারত-বাংলাদেশ ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। কয়েকদিন আগে পর্যন্ত গৌতম গম্ভীর দিল্লির দূষণ নিয়ে আপ সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছিলেন। অথচ নিজেই নগরোন্নয়ন দফতরের বৈঠকে অনুপস্থিত থেকে চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি। এমনই অভিযোগ করেছে আপ।

এএনআই সংবাদ মাধ্যম থেকে পাওয়া ট্যুইটে দেখা গিয়েছে বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের নামে দিল্লির রাস্তায় পোস্টার।

আরও পড়ুন-বাংলাদেশে এক কিলো পেঁয়াজের দাম এখন ৩০০ টাকা ছুঁতে চলেছে‌