Friday, January 16, 2026

গোলাপি-যুদ্ধ দেখতে ইডেনে আসছেন অমিত শাহ

Date:

Share post:

ইডেনে প্রথম দিবা-রাত্রি ‘গোলাপি’ টেস্ট ম্যাচে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। আগামী ২২ নভেম্বর ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে৷ ওই সন্ধ্যায় একটি অনুষ্ঠানে অভিনব বিন্দ্রা, মেরি কমের মতো ক্রীড়াবিদদেরও সম্মানিত করা হবে। প্রসঙ্গত, এই মুহূর্তে BCCI-এর সচিব অমিত শাহের পুত্র জয় শাহ।

সংবাদ সংস্থা ANl -কে CAB সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা, মেরি কমকে সম্মানিত করা হবে ওইদিন সন্ধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন। সচিন তেন্ডুলকর সম্ভবত ভাষণ দিতে পারেন ওই অনুষ্ঠানে। CAB সচিব বলেছেন, আমরা মহেন্দ্র সিংহ ধোনিকেও আমন্ত্রণ জানিয়েছি। সেদিনের ধারাভাষ্য দেওয়া নিয়ে ধোনির সঙ্গে কথা হচ্ছে। তবে ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন কিনা তা CAB নিশ্চিত করতে পারেনি৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আনার জন্য এখনও চেষ্টা চলছে CAB-র তরফে।

প্রসঙ্গত, আগামী ২২ নভেম্বর ইতিহাস তৈরি করা প্রথম দিবা-রাত্রি টেস্ট ম্যাচ খেলবে ভারত-বাংলাদেশ,এই কলকাতার বুকে৷ খেলা শুরুর আগে মাঠে গোলাপি বল নিয়ে নেমে আসবে প্যারাট্রুপাররা। ঘণ্টা বাজিয়ে খেলা শুরু হবে। তার আগে হবে জাতীয় সঙ্গীত। মধ্যাহ্ন ভোজের বিরতিতে একটি বেনজির ‘চ্যাট শো’য়ের আয়োজন করা হয়েছে। ওই ‘চ্যাট শো’য়ে অংশ নেওয়ার কথা সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ এবং অনিল কুম্বলে’র।

spot_img

Related articles

সামান্য তুলোতেই উঠে গেল ভোটের কালি! মহারাষ্ট্র পুরনিগম নির্বাচনে তবু পুণর্নির্বাচন নয়

নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ। ফল ঘোষণার প্রস্তুতি মহারাষ্ট্র রাজ্য নির্বাচন কমিশনের। অথচ এরপরেও মিলল না ভোটের কালি (indelible...

WPL-র মধ্যেই বড় চমক, সঞ্জীব গোয়েঙ্কার দলে স্মৃতি

বিবাহ অধ্যায় ভুলে ২২ গজে পুরানো ছন্দে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। ভারতীয় দলে খেলার পর বর্তমানে WPL খেলছেন...

২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন: নিপা ভাইরাস প্রতিরোধ-চিকিৎসায় গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের

নিপা ভাইরাস (Nipah Virus) সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসার জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করল রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department)।...

তপসিয়ার সোফা কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

পর পর তিনদিন। বুধ, বৃহস্পতির পরে শুক্রবারও কলকাতায় (Kolkata) বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভরদুপুরে তপসিয়ার (Topsia) একটি সোফা তৈরির কারখানায়...