সর্বদলেও অপ্রিয় প্রশ্নের মুখে মোদি, কোমর বাঁধছে বিরোধীরা

লোকসভার স্পিকারের ডাকা সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বারে বারেই পড়তে হয়েছে বিরোধীদের প্রশ্নের মুখে। আজ রবিবারও বৈঠক হবে। সোমবার থেকে শুরু হওয়া সংসদের অধিবেশনে বিরোধীদের এককাট্টা করতে সোমবার সকালেই বিরোধী নেতাদের নিয়ে বৈঠকে বসবেন গুলাম নবি আজাদ। রাহুল গান্ধী নেই। তাই তিনিই সামাল দিচ্ছেন দল। সেখানেই ঠিক হবে কোন কোন ইস্যুকে সামনে আনা হবে।

শনিবারের সর্বদল বৈঠক শেষে ডিনারের পথে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর পাশেই ছিলেন। প্রধানমন্ত্রী প্রথমে জিজ্ঞাসা করেন দিদি কেমন আছেন? পাল্টা সুদীপ জানতে চান, এই যে বারবার বিদেশ যাচ্ছেন, কী কথা হলো তা তো জানান না! মোদি হাসতে হাসতে বলেছেন, সব জিনিস তো সর্বসমক্ষে বলা যায় না। পাল্টা সুদীপ বলেছেন, যতটুকু বলা যায় বলুন।

অধীর চৌধুরী যেমন রাজ্যের চটকল পুনরুজ্জীবনের কেন্দ্রের নেতিবাচক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রীকে জানতে চেয়েছেন কেন্দ্র কেন সাহায্য করছে না? প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবার দেখবেন, শুধু তাই নয়, অধীরকে আশ্বাস দিয়েছেন মুর্শিদাবাদ নিয়েও আলাদা কথা হবে।

সংসদে এখন নয়া বিরোধী দল শিবসেনা। তাদের বিরোধিতাও সোমবার থেকে টের পাবে বিজেপি। সব মিলিয়ে জোট বাঁধছে বিরোধীরা।